রাজনীতিক বিবেচনায় সিলেট-৩ আসনে নৌকার কান্ডারী হতে পারেন আবু জাহিদ !

প্রকাশিত: ৭:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৩

রাজনীতিক বিবেচনায় সিলেট-৩ আসনে নৌকার কান্ডারী হতে পারেন আবু জাহিদ !

2

নিউজ ডেস্ক : সহসা ঘোষনা হবে সিলেট-৩ আসনের উপনির্বাচনের তফসিল। করোনা পরিস্থিতির কারনে নির্বাচন বিলম্বে পড়লেও নিবার্চনী পরিবেশ প্রতিবেশ জমে উঠেছে এ আসনে। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের লাইন দীর্ঘ।

 

3

অনেকে মনে করেন কর্মী ও দলের সাংগঠনিক মজবুতির চেয়ে নেতার সংখ্যাই এ আসনে বেশি। সেকারনে সুযোগ পেলেই জনপ্রতিনিধির খায়েশ জেগে উঠে সেই নেতাদের। দীর্ঘ রাজনীতিক ক্যারিয়ার, ত্যাগ তীতিক্ষায় পরীক্ষিত নেতারা পাল্লা দিতে হয়, মৌসুমী কথিত সেই নেতাদের সাথে। তারপরও তৃণমুল নেতাকর্মীরা মনে করেন, বিএনপি জামাতে সাথে আপোষকামী নেতাদের নয়, দলের নিবেদিত নেতাকে মনোনয়ন দিলে, জনপ্রতিনিধির সাথে সাথে এ আসনে সু:সংহত হবে আওয়ামীলীগের রাজনীতি। আওয়ামীলীগ সরকার দীর্ঘ দিন ক্ষমতায় থাকলেও দলের রাজনীতিক তৃণমুলে সংগঠিত হয়নি। এখনো গুনে গুনে হিসেব করা যায় দলীয় নেতাকর্মীদের। সাধারন মানুষের সাথে একাকার করা যায়নি দলের রাজনীতিকে।

4

 

এপথে বাধা একান্ত রাজনীতিক প্রতিনিধিত্ব। মনোনয়ন প্রত্যাশিদের অনেকে রয়েছে, দলের সুসময়ে এসে দলে ভিড়েছেন। সুযোগ সুবিধা সহ বিভিন্নভাবে মিস গাইড করে পদপদবীও জুটে নিয়েছেন। কিন্তু দু:সময়ে নামগন্ধও ছিল না তাদের। সেকারনে দলীয় নেতাকর্মীদের ভাষ্য, একান্ত রাজনীতিক জনপ্রতিধি দল পেলে, দলের সাংগঠনিক ভবিষ্যত সুরক্ষা হবে। সেই বিবেচনায় ঘুরে ফিরে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তৃণমুলের প্রথম পছন্দে রয়েছেন, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। একসময় ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আবু জাহিদের শেকড় বঙ্গবন্ধর আদর্শে নিবেদিত ও পরীক্ষিত।

1

 

বর্তমানে জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য তিনি। সৎ, দলের জন্য নিবেদিত হিসেবে সকলের নিকট সমাদৃত তিনি। শেষ পর্যন্ত রাজনীতিক বিবেচনায় তার ভাগ্যে তিনিই হতে পারেন নৌকার কান্ডারী। তাকে নিয়ে মনোনয়ন প্রত্যাশি অন্যদের মধ্যে কোন বির্তকও নেই।

5

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6