সিলেট সিসিক নির্বাচনে মিললো ১০০টি কেন্দ্রের ফলাফল : নৌকা ৬০ হাজার ১৮৬, লাঙ্গল ২২৯১৮

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩

সিলেট সিসিক নির্বাচনে মিললো ১০০টি কেন্দ্রের ফলাফল : নৌকা ৬০ হাজার ১৮৬, লাঙ্গল ২২৯১৮

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সিলেটে চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণের সময় বিকাল ৪টা পর্যন্ত থাকলেও কয়েকটি কেন্দ্রের ভেতরে ভোটারদের লাইন থাকায় ৪টার পরে আরও কিছুক্ষণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

 

সাড়ে ৪টা থেকে আসতে শুরু করে ফলাফল। এখন পর্যন্ত ১০০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান পেয়েছেন ৬০ হাজার ১৮৬টি ও লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ২২ হাজার ৯১৮টি ভোট।

 

১০০টির মধ্যে ২৭টি কেন্দ্রের নৌকা ও লাঙ্গলের ভোটের হিসাব-
সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় : নৌকা ৫৫০, লাঙ্গল ১৭১
আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজ : নৌকা ২৫২, লাঙ্গল ১৬
শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ : নৌকা ৬২৩, লাঙ্গল ২১৩
জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৬২৬, লাঙ্গল ১৫৫
সৈয়দ নাসির উদ্দিন(র:) স্কুল এন্ড কলেজ : নৌকা ৯৩৯, লাঙ্গল ৩২৯
গোটাটিকর সরকারী প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৫৫১, লাঙ্গল ৩৩৭
গৌছুল উলুম জামেয়া ইসলামীয়া : নৌকা ৩৮৮, লাঙ্গল ৯৫

 

কাজী জালালউদ্দিন বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৬২৩, লাঙ্গল ৩০৩
খাসদবীর সরকারী প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৭৬৪, লাঙ্গল ৩৮৪
জামিয়া ইসলামিয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসা : নৌকা ৪৫৪, লাঙ্গল ১৩৪
পুলিশ লাইন উচচ বিদ্যালয় : নৌকা ৪০১, লাঙ্গল ১৭৭

 

হাকীম বশিরুল হক ছাত্রাবাস ঔষধ প্রস্তুত ব্যবহারিক বিভাগ : নৌকা ৭৬৫, লাঙ্গল ৭৫
পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় : নৌকা ৩৪৫, লাঙ্গল ২২২
মাদরাসা এ তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয় : নৌকা ৫৭৪, লাঙ্গল ১৩১
দুর্গাকুমার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৫৬৬, লাঙ্গল ৩৯২
পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৫০৬, লাঙ্গল ২১৬
কিশোরী মোহন (বালিকা) উচ্চ বিদ্যালয় : নৌকা ৮০৪, লাঙ্গল ৩০১
হযরত শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয় : নৌকা ৫৮৪, লাঙ্গল ২৮৯
কৃষ্ণ গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৭৩৭, লাঙ্গল ৩৭১
আল আমিন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় : নৌকা ৬৫৩, লাঙ্গল ৩৩২
মির্জা জাঙ্গাল বালিকাউচ্চ বিদ্যালয় : নৌকা ১১৭৯, লাঙ্গল ১১৮
সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কালীঘাট : নৌকা ১০৭০, লাঙ্গল ৩০৪

 

আম্বরখানা দরগা গেইট সরকারী প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৮০৪, লাঙ্গল ৩০৯
মদন মোহন কলেজ : নৌকা ১১৪৫, লাঙ্গল ২১৭
সিটি মডেল স্কুল : নৌকা ৬৮৭, লাঙ্গল ৩৭৮
সরকারি আলিয়া মাদ্রাসা : নৌকা ৫২১, লাঙ্গল ৩০২
মহালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয় : নৌকা ১৩৬৩, লাঙ্গল ৭৮৫

নামাজের সময়সূচী সেপ্টেম্বর মাস-২০২৪

নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন