বসন্ত এসেছে : হৃদা আক্তার জাহেদা

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৩

বসন্ত এসেছে : হৃদা আক্তার জাহেদা

1

বসন্ত এসেছে 
হৃদা আক্তার জাহেদা

 

3

আজ বুঝি জীবনে
বসন্ত এসেছে,
আজ দেখি বাগানে
কোকিল ডেকেছে!

7

 

মায়াময় তোমার ঐ
দু’চোখে তাকিয়েছি,
আর জীবনের শত কষ্ট
নিমিষেই ভুলে গিয়েছি!

 

কখনো ভাবিনি তোমায়
মায়ার বাঁধনে বাঁধবো,
কখনো ভাবিনি তোমায়
আপন করে পাবো!

 

তুমি আছো আমার
সকল আয়োজনে,
তোমাকে চাই আমার
সকল প্রয়োজনে!

2

 

4

এক পলক দেখতে চায়
তোমায় এ মন,
তাই তো তোমারই সামনে
বসে থাকি সারাক্ষণ!

 

তোমার স্পর্শে সময়টা
নিমিষেই কেটে যায়,
তাই তো তোমায় ধরে রাখতে
এ মন শুধু চায় হে বসন্ত !!!

Follow for More!

1
8