প্রতিবাদ : খন্দকার ফররুখ আহমেদ

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৪

প্রতিবাদ : খন্দকার ফররুখ আহমেদ

প্রতিবাদ

খন্দকার ফররুখ আহমেদ

 

চাইলাম মোরা অধিকার,
হয়ে গেলাম রাজাকার,
এ দেশে তো নাই তার বিচার।
হয়ে উঠলাম প্রতিবাদী,
শুরু হলো লাঠির বাড়ি।
রয়ে গেলো আন্দোলন,
চলে গেলো মেধাবীগণ।
জ্ঞানী গুণীর অভাব নাই,
প্রতিবাদের খবর নাই।
পরীক্ষা নামের প্রশ্ন ফাঁস,
দিয়ে দেয় মেধার বাঁশ।
স্বাধীনতার নামে পরাধীনতা,
শুরু হয় নিপীড়নতা।
পুলিশ নামে পশু তারা,
টাকার জন্য চাকরির মায়া।
ন্যায়ের নামে নিপীড়নতা,
আবার নাকি এটা স্বাধীনতা!
মেট্রো নিয়ে করে নাটক,
অধিকার করে আটক।
আইনের নামে অত্যাচার,
সেটা নাকি ন্যায় বিচার!!

 

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন