আজ বিশ্ব বাঁশ দিবস

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫

আজ বিশ্ব বাঁশ দিবস

1

“বাঁশের অলোকে কিছু কথা”

*************************
কবি সুরাইয়া পারভীন লিলি’র কবিতা
১৮/৯/২৫ইং

 

1

বাঁশ শব্দটি শুনলে সবার
হৃদয় কেঁপে ওঠে,
শেষ বিদায়ে কবর প্রান্তে
বাঁশ যে রবে বটে।

8

 

বাঁশ দিয়ে হয় ডালা কুলা
বাঁশ দিয়ে হয় ঘর,
লোকে বলে বাঁশ দিয়ে সে
করেছে আমায় পর।

1

 

বাঁশ দিয়ে হয় ঝুড়ি খাট
বাঁশ দিয়ে বানিয়েছেন ট্রেন,
সৃষ্টিকর্তা আদমজাতিকে
দিয়েছেন সেরা ব্রেইন।

 

তবু মোরা নয় তো খুশি
বাঁশ শুধু দিতে চাই,
বাঁশ দিয়ে কার কতটুকু
সর্বনাশ করা যায়!

 

4

বাঁশের তৈরী বাঁশি দিয়ে
জয় করা যায় মন,
সেই বাঁশেরই অপব্যবহারে
ধ্বংস করে দেয় ধন।

 

লেখিকা-কবি ও সাহিত্যিক।

Follow for More!

1
5