“খুঁজে পেতে চাই”

প্রকাশিত: ৫:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫

“খুঁজে পেতে চাই”

3

কবি সুরাইয়া পারভীন লিলি’র কবিতা

 

4

পুরাতনের মাঝে নিজেকে আমি
খুঁজে পেতে চাই,
বারবার তাই পিছনে ফিরি
তবুও যে ভয় পাই।

3

গাছপালা আর পশুপাখি
সবাই ছিলো চুপ,
তাদের সবার বন্ধু সেজেই
সেথায় দিলাম ডুব।

বাতাস যেন কানে কানে
বলে গেলো কিছু,
পাগল হয়ে আমি তখন
ছুটলাম তাদের পিঁছু।

2

সারা জীবন খেয়ে গেলাম
আমি শুধু ধোঁকা,
ভেবে ভেবে খুঁজছি এখন
সত্যিই কি আমি বোকা?

লেখিকা-কবি ও সাহিত্যিক।

7

Follow for More!

1
5