হেমন্তের বিকেলে

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

হেমন্তের বিকেলে

7

 

7

কবিতা
হেমন্তের বিকেলে
অজিত কুমার সিংহ

 

7

হেমন্তের বিকেলে ধান শালিকের
পালক পাওয়া গেছে অঘ্রাণে মাঠে।
পশ্চিম আকাশে সূর্য শুয়ে পড়েছে হলুদ বালিশে
আর হেমন্ত শুয়ে পড়েছে
সোনালী ধানের উপরে।
কৃষক গান গেয়ে
সোনালী ধানের বোঝা
শিরে দিয়ে ফিরছে নীড়ে।

8

Follow for More!

1
3