ইচ্ছে করছে : লিপি নূর সাহাজি

প্রকাশিত: ৭:০৪ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৫

ইচ্ছে করছে : লিপি নূর সাহাজি

3

 

6

ইচ্ছে করছে
লিপি নূর সাহাজি

 

8

ইচ্ছে করছে কোনো নাম বিহীন কবিতা লিখতে,
যা কোনো বিখ্যাত শিল্পীর ইজেলের ছবির মতো হবে।

7

 

8

যে কবিতা আমার মনের আবেগটুকু শুধু ধরে রাখবে,
এই কবিতা তো কোথাও প্রকাশ হবে না,
কেউ আগ্রহ নিয়ে পড়বে না।

 

তা ছাড়া আমি নিদারুণ অক্ষম এক ছাএী,
বানান ভুল হয় অসংখ্য আর শব্দের প্রয়োগ বেঠিক।

 

তবুও কেনো জানি ইচ্ছে করে বিখ্যাত কোনো শিল্পীর মতো,
একেঁ যাই কিছু কথা, কিছু প্রানবন্ত আবেগ।

 

যে প্রসারিত হাত আর চোখের মাঝে কোনো দ্বিধা নেই, সংকোচ নেই,
আর আমার মতো মেয়ের দেবার মতো একটা ছোট্র মনও নেই।

 

Follow for More!

1
6