” স্বাধীনতার তুমি “

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৫

” স্বাধীনতার তুমি “

কবি সুরাইয়া পারভীন লিলি’র কবিতা

২৬/০৩/২০২৫ ইং

 

স্বাধীনতা তুমি আমাদের জীবনের
অনেক বড় সাধনার ধন,
জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করবো
এই করেছিলাম আমরা পণ।

 

লাখো লাখো শহীদের তাজা রক্তের বিনিময়ে
সেদিন, এনেছিলাম তোমাকে ছিনিয়ে,
জীবন থাকতে আর কাউকে দেবো না
সেই স্বাধীনতা নিয়ে যেতে কিনিয়ে।

 

স্বাধীনতা তুমি সবুজ ঘাসে রক্তে আঁকা

বাংলাদেশের মানচিত্র খঁচিত একটি পতাকা,
ত্রিশ লক্ষ শহীদের রক্ত,দুই লক্ষ মা বোনের
সম্ভ্রমের বিনিময়ে আমাদের হ্নদয়ে আঁকা।

 

স্বাধীনতা তুমি বাংলা মায়ের
বুক ফাঁটা আর্তনাতের এক বিরাট দৃষ্টান্ত,
তুমি এলে আমরা দোয়া মাহফিল করে
ফুলে ফুলে তোমাকে শ্রদ্ধা জানিয়ে হই শান্ত

 

স্বাধীনতা তুমি বাংলা মায়ের
বাংলা ভাষার শাাপলা ফুল,
স্বাধীনতা তোমাকে অর্জন করাই
আমাদের ছিলো লক্ষ্য মূল।

 

স্বাধীনতা তুমি আছো, তুমি থাকবে
যতদিন আছে এই বাংলাদেশে,
বুক দিয়ে আগলে রাখবো তোমায়
কিছুতেই হতে দেবো না শেষ।

 

লেখক:: কবি,সাহিত্যিক ও নার্সিং অফিসার।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add