প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৫
কবি সুরাইয়া পারভীন লিলি’র কবিতা
২৬/০৩/২০২৫ ইং
স্বাধীনতা তুমি আমাদের জীবনের
অনেক বড় সাধনার ধন,
জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করবো
এই করেছিলাম আমরা পণ।
লাখো লাখো শহীদের তাজা রক্তের বিনিময়ে
সেদিন, এনেছিলাম তোমাকে ছিনিয়ে,
জীবন থাকতে আর কাউকে দেবো না
সেই স্বাধীনতা নিয়ে যেতে কিনিয়ে।
স্বাধীনতা তুমি সবুজ ঘাসে রক্তে আঁকা
বাংলাদেশের মানচিত্র খঁচিত একটি পতাকা,
ত্রিশ লক্ষ শহীদের রক্ত,দুই লক্ষ মা বোনের
সম্ভ্রমের বিনিময়ে আমাদের হ্নদয়ে আঁকা।
স্বাধীনতা তুমি বাংলা মায়ের
বুক ফাঁটা আর্তনাতের এক বিরাট দৃষ্টান্ত,
তুমি এলে আমরা দোয়া মাহফিল করে
ফুলে ফুলে তোমাকে শ্রদ্ধা জানিয়ে হই শান্ত
স্বাধীনতা তুমি বাংলা মায়ের
বাংলা ভাষার শাাপলা ফুল,
স্বাধীনতা তোমাকে অর্জন করাই
আমাদের ছিলো লক্ষ্য মূল।
স্বাধীনতা তুমি আছো, তুমি থাকবে
যতদিন আছে এই বাংলাদেশে,
বুক দিয়ে আগলে রাখবো তোমায়
কিছুতেই হতে দেবো না শেষ।
লেখক:: কবি,সাহিত্যিক ও নার্সিং অফিসার।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest