প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৫
নিউজ ডেস্ক : দক্ষিণ সুরমা ২৫নং ওয়াডের বরইকান্দি মৃত আজিজুর রহমান ছেলে মো. হাবিবুর রহমান গত ১০/০৭/২০২৫ ইংরেজী তারিখ বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় নিজ বাড়ির গেইটের সামন থেকে নিখোঁজ হয়। তার উচ্চতা ৫ফুট ৮ইঞ্চি , গায়ের রং শ্যামলা।
এ ব্যাপারে নিখোঁজ ছেলে মাতা জানান, আমার ছেলে মো. হাবিবুর রহমান । বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আশপাশ এলাকার অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমার ছেলে মো. হাবিবুর রহমানকে নানা রকম ভয়ভীতি দেখাইয়া আসতেছিল। তারা আমার পুত্র হাবিবুর রহমানকে খুন করিবে, গুম করিবে মর্মে প্রকাশ্যে বলে বেড়াইতো। এরই ধারাবাহিকতা বিগত ১০/০৭/২০২৫ ইংরেজী তারিখ বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় আমার পুত্র মো. হাবিবুর রহমান আমার বাসার গেইটের সামনে দাঁড়াইয়া থাকাকালে একটি হাইয়েক্স কালো রঙ্গের গাড়ী করে অজ্ঞাতানামা সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক অপরহণ করে নিয়া যায়। আমি বিভিন্ন জায়গায় খোঁজ করে নিশ্চিত হয়েছি আমার পুত্র মো. হাবিবুর রহমানকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা অপহরণ করে গুম করেছে।
যদি কেউ সন্ধান পান তাহলে মোবাইল নম্বর 01748030623 জানাতে অনুরোধ করা হয়েছে। অথবা মোছাঃ নুরেছা বেগম, স্বামী- মৃত আজিজুর রহমান, সাং- বরইকান্দি গাঙ্গু, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest