“গোধূলি সন্ধ্যা “

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫

“গোধূলি সন্ধ্যা “

3

কবি সুরাইয়া পারভীন লিলি’র কবিতা
০৬/০৯/২৫

গোধূলি সন্ধ্যার আকাশ
কোথাও কেউ নাই,
চারিদিক নিস্তব্ধ
রক্তিম সূর্য্যটা অবাধ্য।

 

বিদায় লগ্নে রক্তিম সূর্যের
সেকি মিষ্টি মিষ্টি হাসি,
হাত ছানি দিয়ে বললো আমায়
ওগো প্রিয়,এবার বাঁজাও দেখি –
আমার ভালোবাসার বাঁশি।

8

 

মৃদু বাতাস শরীরে স্পর্শ বুলিয়ে
বলছে,তুমি জাগো হে যুবক –
তুমি জাগো।
প্রতিধ্বনিত করো তোমার বানী
খুশিতে খুশিতে মেতে উঠুক
বটবৃক্ষ লতাপাতা পৃথিবীর মানুষ
ভুলে যাও হিংসা-বিদ্বেষ।

 

3

দিন শেষে তোমরা আমার
আমি তোমাদের একজন,
তবে কেন এত হিংসা বিদ্বেষ?
সব কিছু ভুলে সামনের দিকে চলে
এসো নতুন করে গড়ি —
মোরা স্বপ্নের সোনার বাংলাদেশ।

1

 

8

লেখিকা-কবি ও সাহিত্যিক।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6