প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫
কবি সুরাইয়া পারভীন লিলি’র কবিতা
০৬/০৯/২৫
গোধূলি সন্ধ্যার আকাশ
কোথাও কেউ নাই,
চারিদিক নিস্তব্ধ
রক্তিম সূর্য্যটা অবাধ্য।
বিদায় লগ্নে রক্তিম সূর্যের
সেকি মিষ্টি মিষ্টি হাসি,
হাত ছানি দিয়ে বললো আমায়
ওগো প্রিয়,এবার বাঁজাও দেখি –
আমার ভালোবাসার বাঁশি।
মৃদু বাতাস শরীরে স্পর্শ বুলিয়ে
বলছে,তুমি জাগো হে যুবক –
তুমি জাগো।
প্রতিধ্বনিত করো তোমার বানী
খুশিতে খুশিতে মেতে উঠুক
বটবৃক্ষ লতাপাতা পৃথিবীর মানুষ
ভুলে যাও হিংসা-বিদ্বেষ।
দিন শেষে তোমরা আমার
আমি তোমাদের একজন,
তবে কেন এত হিংসা বিদ্বেষ?
সব কিছু ভুলে সামনের দিকে চলে
এসো নতুন করে গড়ি —
মোরা স্বপ্নের সোনার বাংলাদেশ।
লেখিকা-কবি ও সাহিত্যিক।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest