People for People বাঙালী কমিউনিটি কর্তৃক ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

People for People বাঙালী কমিউনিটি কর্তৃক ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

1

নিউজ ডেস্ক :: People for People বাঙালী কমিউনিটি কর্তৃক ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান বুধবার ২৩ জুলাই ১১ঘটিকার সময় সিলেট নগরীর শিবগঞ্জ উদ্দীপন একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়।

4

উদ্দীপন একাডেমির প্রধান শিক্ষক মোঃ আবু তাহের-এর সভাপতিত্বে ও People for People এর সেচ্ছাসেবক ডা. আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজ সেবা অধিদপ্তর এর প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দীপন একাডেমির সহকারী প্রধান শিক্ষক সাহেদারা বেগম।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, People for People এর সেচ্ছাসেবক কবি ও সাংবাদিক ডা. হাফিজুল ইসলাম লস্কর।

3

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, People for People এর সেচ্ছাসেবক ডা. মিনহা ছাদিক মান্না, মারজানা বেগম, উদ্দীপন একাডেমির শিক্ষক- আনোয়ার হোসেন লিটন, মহসিন আহমদ, আঞ্জুমান আরা, জমিরুল হক, সৈয়দ নাছিম আহমদ, রাসেল আহমদ, ফাহিমুর রহমান ফাহাদ, আলীম উদ্দীন, কাউছার আলম।

3

উক্ত অনুষ্ঠানে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন, উদ্দীপন একাডেমির ৬’ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছাব্বির আহমদ।

5

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2