প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫
নিউজ ডেস্ক : দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ।
বুধবার বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় একপাশে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৭টার সময়ও তাদের অবস্থান দেখা যায়।
এসময় তাদের ‘জান দেব, জুলাই দেব না’, ‘শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’; ‘শ তে শাহবাগী, তুই হাসিনা তুই হাসিনা’; ‘ল তে লাকী আক্তার, তুই হাসিনা তুই হাসিনা’; ‘বিচার বিচার বিচার চাই, শাহবাগের বিচার চাই’; ‘শাহবাগী/মবতন্ত্র/ সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘শহিদেরা দিচ্ছে ডাক, শাহবাগিতা নিপাত যাক’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘দিল্লি না ঢাকা’ ঢাকা ঢাকা’; ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, গতকালকে পুলিশের হাতে লাঠি ছিল না, তারা টিয়ারগ্যাস বা সাউন্ড গ্রেনেডও মারেনি। কিন্তু পুলিশের ওপর আগে হামলা করা হয়েছে। তাহলে তাদের ওপর ক্ষোভ কিসের? গতকাল শাহবাগীরা গেছে ধর্ষকদের শাস্তির দাবিতে কিন্তু তারা স্লোগান দিয়েছে ড. ইউনূসের বিরুদ্ধে। তাই পুলিশের ওপর হামলাকারী শাহবাগের কসাই লাকি আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
তিনি আরও বলেন, আমরা আজকে এখন থেকেই শাহবাগে অবস্থান নিচ্ছি। আমরা এখানেই ইফতার করব। আমরা রাস্তা অবরোধ করব না। কিন্তু এই লাকী আক্তারসহ অন্যদের গ্রেফতার না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠব না।
এসময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ৫ দফা দাবি জানান প্লাটফর্মটির মুখপাত্র শরীফ উসমান হাদি।
দাবিগুলো হলো- ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ৯০ দিনের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের ওপর হামলা করে দেশকে অস্থিতিশীল করতে মব সৃষ্টিকারী হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতার করতে হবে। শাপলা কসাই লাকী আক্তার ও অন্যান্যদের গ্রেফতার করে ২০১৩ সালের শাহবাগের সব ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও সব গণহত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে। জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest