প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িতে ভাঙচুর চালায়। বুলডোজার দিয়ে বাড়ির ভেতরের একটি নারিকেল গাছ ভাঙার পর জনতা নারিকেল নিতে হুমড়ি খেয়ে পড়ে।
ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বর অভিমুখে যাওয়ার কর্মসূচি দেয়।
এ ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সময় প্রতিবাদ করায় গণপিটুনির শিকার হতে হয় এক নারীকে। জানা গেছে, অশালীন মন্তব্য করে নাকি জনতার তোপের মুখে পড়েছেন সেই নারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই তিনি এসে বলেন, এসব ভাঙার কি দরকার আছে? আওয়ামী লীগ যা করেছে, তাই কি আপনারাও করবেন? সমঝোতা করা যায় না? তারা আরও জানান।
ওই নারী বার বার আপা আপা বলছিলেন, আর ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, আপার বাড়ি ভাঙতেছে। এতে প্রথমে তোপের মুখে পড়তে হয় তাকে, পরে শুরু হয় গণপিটুনি। তাকে মারতে মারতে ধানমণ্ডি-৩২ এর বাইরে মূল সড়কের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই নারী ‘মাইরেন না, মাইরেন না ভাই’ বলে চিৎকার করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest