প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ২২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি বার্সেলোনাতেই থাকছেন। আগামী ২০৩০ সাল পর্যন্ত কাতালানদের সঙ্গে সর্ম্পক দীর্ঘায়িত হচ্ছে তার। বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন দলটির নির্ভরযোগ্য মিডফিল্ডার পেদ্রি।
নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন এই স্প্যানিশ তারকা। পেদ্রির আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৬ সালের জুনে। তার চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিল বার্সেলোনা।
বৃহস্পতিবার চুক্তিতে সই করেন ২২ বছর বয়সী ফুটবলার। লাস পালমাস থেকে ২০২০ সালে বার্সেলোনায় যোগ দেন পেদ্রি। প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে তিনি খেলেন ৫২ ম্যাচ। কিন্তু একের পর এক চোট সমস্যায় পরের তিন মৌসুমে কমে যায় তার ম্যাচ খেলার সংখ্যা।
সেসব সমস্যা পেছনে ফেলে এই মৌসুমে তিনি নিয়মিত শুরুর একাদশে খেলছেন। হান্সি ফ্লিকের দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলের ৩৩ ম্যাচের ৩২টিতেই খেলেছেন পেদ্রি।
গোল করেছেন চারটি, গোলে সহায়তাও করেছেন চারটি। সব মিলিয়ে বার্সেলোনার জার্সিতে ১৭৫ ম্যাচ খেলে ২৪টি গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন তিনি। জাতীয় দল স্পেনের হয়ে খেলেছেন ৩০ ম্যাচ। গত বছর দলের ইউরো জয়ে রেখেছেন অবদান।
চলতি মৌসুমে শীর্ষ আটে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠা বার্সেলোনা লা লিগায় আছে তৃতীয় স্থানে। কোপা দে রেতে উঠে গেছে কোয়ার্টার-ফাইনালে। আর স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে তারা ফাইনালে রেয়াল মাদ্রিদকে হারিয়ে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest