কোচ বাটলারের অধীনে খেলবে না সাবিনারা, একযোগে অবসরের হুমকি

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

কোচ বাটলারের অধীনে খেলবে না সাবিনারা, একযোগে অবসরের হুমকি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের নারী ফুটবলাররা ফের প্রতিবাদে ফেটে পড়লেন কোচের বিরুদ্ধে। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি ও উৎপীড়নসহ বিভিন্ন অভিযোগ তুলে তার অধীনে না খেলার ঘোষণা দিয়েছেন সাবিনারা।

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ব্রিটিশ কোচকে রেখে দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকলে একযোগে অবসরের হুমকিও দিয়েছেন তারা। বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ সব ঘোষণা দেন অধিনায়ক সাবিনা খাতুন, মনিকা চাকমাসহ ১৮ ফুটবলার।

 

বাটলারের বিরুদ্ধে নারীদের বিদ্রোহের খবর নতুন নয়। গত বছরের অক্টোবরে বাংলাদেশ দলের সাফ চ্যাম্পিয়নশিপ অভিযানের সময়ই এ নিয়ে আলোড়ন উঠেছিল। তবে কোচকে নিয়ে মেয়েদের বিদ্রোহ চূড়ান্ত রূপ পেয়েছে এ সপ্তাহে। গত সোমবার বাটলার ঢাকায় ফিরে মঙ্গলবার টিম মিটিং ডাকলে মেয়েরা তাতে অংশ নেননি।

বাংলাদেশের নারী ফুটবলাররা

বৃহস্পতিবার সকালে বাটলার জিম সেশন আয়োজন করলে তাতে বাফুফে ভবনে অবস্থিত ক্যাম্পে থাকা ২৯ খেলোয়াড়ের মধ্যে মাত্র ১২ জন অংশ নেন। সন্ধ্যার পর বাকি ১৭ জন ভবনের নিচে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি লিখিত বক্তব্য দেন।

 

‘নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার ইস্যুতে আমাদের অবস্থান, প্রশ্ন এবং যত অভিযোগ’- এই শিরোনামের বক্তব্যে একযোগে পদত্যাগের (মূলত অবসর) ঘোষণা দেন তারা। এতে সই করেন সাবিনা, মনিকা, শামসুন্নাহার, সানজিদা, ঋতুপর্ণা, মাসুরাসহ ১৭ সিনিয়র ফুটবলার।

 

লিখিত বক্তব্যে বিভিন্ন অভিযোগ তুলে ধরে শেষে লেখা হয়, ‘আমরা আশা করছি বাফুফের মাননীয় সভাপতি বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আশু সমাধানের ব্যবস্থা নেবেন। এর আগ পর্যন্ত আমরা পিটারের অধীনে কোন ট্রেনিং ক্যাম্পে অংশ নেবো না।’

 

বাটলারের বিষয়ে বাফুফে অবস্থান বদল না করলে নিজেদের করণীয় তুলে ধরে ফুটবলাররা লিখেছেন, ‘যেহেতু গত অক্টোবরের পর কোন ফুটবলারের সঙ্গে বাফুফে কোন চুক্তি নবায়ন করেনি, তাই আইনত বাফুফে আমাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে না।

 

তারপরও যদি সেরকম কিছু করার সিদ্ধান্ত হয় এবং পিটার বাটলারকেই রেখে দেওয়ার সিদ্ধান্তে বাফুফে অনড় থাকে, তবে আমরা একযোগে পদত্যাগ করতে বাধ্য হব। ভেবে নিব, দেশের নারী ফুটবলে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে।’

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন