হঠাৎ বাফুফে ভবনে কেনো কাজী সালাউদ্দিন!

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

হঠাৎ বাফুফে ভবনে কেনো কাজী সালাউদ্দিন!

3

স্পোর্টস ডেস্ক : টানা চারবার বাফুফের সভাপতি ছিলেন কাজী সালাউদ্দিন। এবার আগেই সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দেন। ২৬ অক্টোবর ফেডারেশন নির্বাচনের পর আজ দুপুরে হঠাৎ সালাউদ্দিন বাফুফে ভবনে এসেছিলেন। প্রায় ঘণ্টা তিনেক সময় সেখানে ছিলেন সাবেক এই সভাপতি।

 

সালাউদ্দিনের হঠাৎ আগমনের কারণ নিয়ে কৌতুহল ছিল বেশ। হঠাৎ তিনি কেন ফেডারেশনে? বাফুফে ভবন থেকে বেরিয়ে যাওয়ার পথে সালাউদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘এটা (ভবন) বাংলাদেশের ফুটবলের হোম, এমনি আসলাম। বাংলাদেশের সাফের কিছু টুর্নামেন্ট হোস্টিং (স্বাগতিক) করতে চায় ৷ এটা নিয়ে কিছু কাজ ছিল।’

 

বাফুফের নতুন কমিটি এসেছে তিন মাস। এই কমিটির কার্যক্রম নিয়ে তার পর্যবেক্ষণ, ‘আসলে আমি সেভাবে ফলো করি না, গণমাধ্যমও দেখা হয় না। আশা করি ভালোই হওয়ার কথা। যারা আছে, তারা ফুটবল ও খেলার সঙ্গেই ছিল।’

7

 

বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলারের বাংলাদেশে খেলার প্রক্রিয়া সালাউদ্দিনের সময়ে শুরু হয়েছিল। তার সম্পর্কে সালাউদ্দিন বলেছেন, ‘হামজা বাংলাদেশের হয়ে খেললে দারুণ বিষয়। এখন এশিয়ার অনেক দেশ শ্রীলঙ্কাতেও অনেক প্রবাসী ফুটবলার খেলছে।’

 

7

এই কিংবদন্তি বাফুফে সভাপতি না থাকলেও ফুটবলের সঙ্গেই আছেন। সাফের সভাপতি পদে এখনও আছেন। সাফ এবার প্রথমবারের মতো হোম অর অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট করতে চায়। এটা কঠিন হলেও বাংলাদেশ ও ভারতই বেশি লাভবান হবে বলে মনে করেন তিনি, ‘এ রকম করার চেষ্টা অনেক দিনের। এই ভিত্তিতে খেলা হলে বাংলাদেশ ও ভারত কর্মাশিয়ালি বেশি বেনিফিট পাবে। এটা বাস্তবায়ন করা কঠিনও। ভারত-পাকিস্তানের ভিসা ইস্যু আবার এখন বাংলাদেশের সঙ্গেও ( ভারত)।’

 

7

বাফুফে সূত্র বলছে, সালাউদ্দিনের মেয়াদকালের কিছু বিষয়ে আনুষ্ঠানিকতা বাকি ছিল, সেটা সম্পন্ন করতেই নাকি ভবনে এসেছিলেন।

5

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8