প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক : পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের টালবাহানায় ইমেজ সংকটে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিশেষ করে চলতি আসরে পারিশ্রমিক নিয়ে বেশ ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে। টাকা না পেয়ে ম্যাচ বর্জন পর্যন্ত করেছেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা।
এদিকে ‘ব্যক্তিগত কারণে’ জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক আটকে রেখেছেন বলে গণমাধ্যমে মন্তব্য করেছেন চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী।
তবে রাজশাহী বা চিটাগংয়ের তুলনায় বেশ পেশাদার ভূমিকা পালন করেছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বিষয়টি নিয়ে স্বস্তি প্রকাশ করে দলটির ইংলিশ ব্যাটার ডেভিড ম্যালান সাংবাদিকদের বলেছেন, ‘আমি নিজের দল (বরিশাল) নিয়ে শুধু মন্তব্য করতে পারি। আমাদের দল দারুণ। যেখানেই খেলেন না কেন, মৌলিক বিষয়গুলো ঠিকঠাক দেখতে চান সবাই। আমাদের কাজ হচ্ছে খেলা এবং অন্য কারও কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া। এজন্যই এসব লিগ খেলি আমরা।’
পারিশ্রমিক নিয়ে যেসব দলগুলোতে সমস্যা হচ্ছে, সেসব দলের মালিকদের উদ্দেশে ম্যালানের পরামর্শ, ‘আপনার যদি টাকা থাকে, তাহলে দল নেবেন। টাকা না থাকলে দল নেবেন না। সহজ ব্যাপার। এমনই হওয়া উচিত। এখন পর্যন্ত আমাদের দলের কোনো সমস্যা নেই। আশা করি সামনেও হবে না। তবে হ্যাঁ, এটি এমন ব্যাপার যা চাইলেই খুব সহজে ঠিক করা যায়।’
কিন্তু বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের যে সহজে অরুচি। যেকোনো ইস্যুতে জলঘোলা না করা পর্যন্ত সমাধানের পথে না এগোনোর যে বাতিক, সে সম্পর্কে হয়ত ম্যালান ওয়াকিবহাল নন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest