চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রি শুরু আগামীকাল

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রি শুরু আগামীকাল

3

স্পোর্টস ডেস্ক : ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের গ্রুপপর্বের ম্যাচ এবং পাকিস্তানে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালের টিকিট আগামীকাল থেকে বিক্রি শুরু হবে।

3

 

পাকিস্তানে সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ১ হাজার পাকিস্তানি রুপি। আর প্রিমিয়াম আসনের মূল্য ধরা হয়েছে দেড় হাজার রুপি। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

 

২০ ও ২৩ ফেব্রুয়ারি এবং ২ মার্চ দুবাইতে ভারতের গ্রুপপর্বের ম্যাচের টিকিট নিয়ে শীঘ্রই ঘোষণা করা হবে। ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের টিকিট প্রথম সেমিফাইনালের পর পাওয়া যাবে।

 

১৯ দিন ধরে চলা ১৫ ম্যাচের এই টুর্নামেন্টে ৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আইসিসির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অনুরাগ দাহিয়া ১৯৯৬ সাল থেকে পাকিস্তানের প্রথম বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক হওয়ার কারণে পাকিস্তানের জন্য এর তাৎপর্যের ওপর জোর দিয়ে ইভেন্টটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। টুর্নামেন্ট ডিরেক্টর সুমাইর আহমেদ সৈয়দ ইভেন্টের গুরুত্ব তুলে ধরেন। এটিকে পাকিস্তানে ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন তিনি। টিকিটের ক্রয়ক্ষমতা এবং অ্যাক্সেসযোগ্যতার প্রশংসা করে তিনি বলেছেন, যার লক্ষ্য টুর্নামেন্টকে জীবনের সকল স্তরের ভক্তদের জন্য একটি উদযাপন করা। তিনি একটি মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করতে অনুরাগীদের শুধুমাত্র অনুমোদিত চ্যানেলের মাধ্যমে টিকিট কেনার আহ্বান জানান।

3

 

গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ, আর গ্রুপ বি-তে রয়েছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

5

 

সবচেয়ে প্রত্যাশিত ম্যাচগুলোর মধ্যে রয়েছে- চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের মধ্যকার লড়াই, ২৩ ফেব্রুয়ারি দুবাইতে মুখোমুখি হবে দুই দল।

3

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7