প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা মারা গেছেন বলে সামাজিক মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। অনেকেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য ছড়াচ্ছেন। সেখানে দাবি করা হচ্ছে, দুবাইতে মাশরাফি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই ক্রিকেটারের।
তবে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্টচেকার রিউমর স্ক্যানার জানিয়েছে, মাশরাফির মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফির দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পায়নি রিউমর স্ক্যানারের অনুসন্ধানী দল।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির দুইবারের সংসদ সদস্য মাশরাফিকে জনসমক্ষে দেখা যায়নি। সরকার পতনের পরপরই মাশরাফির নড়াইলের বাসভবনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। গত কয়েক মাসে হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগে মাশরাফির বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের হয়েছে।
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে সিলেট স্ট্রাইকার্সের খেলার কথা থাকলেও এখনো মাঠে নামা হয়নি মাশরাফির। দলটির কোচ মাহমুদ জানিয়েছেন, ফিটনেসের অভাবে এখনো বিপিএলে দেখা যায়নি তাকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest