বিপিএলে পারিশ্রমিক না পেয়ে প্র্যাকটিস বয়কট রাজশাহীর

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

বিপিএলে পারিশ্রমিক না পেয়ে প্র্যাকটিস বয়কট রাজশাহীর

স্পোর্টস ডেস্ক : চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যেখানে শুরু হতে চলেছে চট্টগ্রাম পর্ব। কিন্তু এর আগে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির অনুশীলন বাতিল হওয়ার খবর এসেছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়ামে তাদের অনুশীলন করার কথা ছিল, কিন্তু সকাল পৌনে এগারোটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে।

 

অনুশীলন বাতিলের মূল কারণ হিসেবে জানা গেছে, ক্রিকেটাররা পারিশ্রমিক বকেয়া থাকার কারণে অনুশীলন বয়কট করেছেন। গণমাধ্যমের পক্ষ থেকে দলটির এক ক্রিকেটারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, বিপিএলের এবারের আসর মাঝপথে আসলেও এখন পর্যন্ত তারা কোনো টাকা পাননি। এমনকি বিদেশি ক্রিকেটারদেরও পারিশ্রমিক মেলেনি। তবে কোচরা ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।

 

এদিকে, রাজশাহী টিম ম্যানেজার মেহেরাব অপির সঙ্গে এ প্রসঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলের ম্যানেজমেন্টের তরফে অনুশীলন বাতিলের কারণ হিসেবে বিশ্রামের কথা বলা হয়েছে।

 

বিপিএলের এবারের আসরের শুরু থেকেই পারিশ্রমিক ইস্যু নিয়ে আলোচনা চলছিল এবং টুর্নামেন্টের মাঝপথেও এই সমস্যা সমাধান হয়নি। যদিও বিসিবি আশ্বাস দিয়েছে ঠিকই।

 

প্রসঙ্গত, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ৬ ম্যাচে ২টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকে অবস্থান করছে এবং চট্টগ্রাম পর্বে তাদের ৪টি ম্যাচ খেলার কথা রয়েছে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন