প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫
স্পোর্টস ডেস্ক : চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যেখানে শুরু হতে চলেছে চট্টগ্রাম পর্ব। কিন্তু এর আগে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির অনুশীলন বাতিল হওয়ার খবর এসেছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়ামে তাদের অনুশীলন করার কথা ছিল, কিন্তু সকাল পৌনে এগারোটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে।
অনুশীলন বাতিলের মূল কারণ হিসেবে জানা গেছে, ক্রিকেটাররা পারিশ্রমিক বকেয়া থাকার কারণে অনুশীলন বয়কট করেছেন। গণমাধ্যমের পক্ষ থেকে দলটির এক ক্রিকেটারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, বিপিএলের এবারের আসর মাঝপথে আসলেও এখন পর্যন্ত তারা কোনো টাকা পাননি। এমনকি বিদেশি ক্রিকেটারদেরও পারিশ্রমিক মেলেনি। তবে কোচরা ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।
এদিকে, রাজশাহী টিম ম্যানেজার মেহেরাব অপির সঙ্গে এ প্রসঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলের ম্যানেজমেন্টের তরফে অনুশীলন বাতিলের কারণ হিসেবে বিশ্রামের কথা বলা হয়েছে।
বিপিএলের এবারের আসরের শুরু থেকেই পারিশ্রমিক ইস্যু নিয়ে আলোচনা চলছিল এবং টুর্নামেন্টের মাঝপথেও এই সমস্যা সমাধান হয়নি। যদিও বিসিবি আশ্বাস দিয়েছে ঠিকই।
প্রসঙ্গত, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ৬ ম্যাচে ২টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকে অবস্থান করছে এবং চট্টগ্রাম পর্বে তাদের ৪টি ম্যাচ খেলার কথা রয়েছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest