প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪
স্পোর্টস ডেস্ক : দলের বিপদ কিংবা কঠিন চাপের মুহূর্ত; বরাবরই এই জায়গায় নিজের সক্ষমতার জানান দিয়েছেন মাহমুদউল্লাহ। এবারও এর ব্যতিক্রম ঘটল না। বিপিএলে ধুকতে থাকা ফরচুন বরিশালকে দারুণ একটা জয় এনে দিয়েছেন মাহমুদউল্লাহ।
বিপদে হাল ধরে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। আর সেই পুরস্কারটা তিনি উৎসর্গ করেছেন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তার ছেলে রাইদকে।
মাহমুদউল্লাহ নৈপুণ্যে বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। যেখানে ফাহিম আশরাফের সঙ্গে অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়ে জয়ের নায়ক মাহমুদউল্লাহ। ২৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি।
ম্যাচ-সেরার পুরস্কার পেয়ে ডানহাতি এই ব্যাটার বলেন, ‘আমার ছেলে হাসপাতালে ভর্তি। রাইদ (ছেলে), এটি (ম্যাচ সেরার পুরস্কার) তোমার জন্য। শিগগিরই দেখা হবে, ইনশাআল্লাহ। বাবা তোমাকে ভালোবাসে।’
মাহমুদউল্লাহ আরও বলেন, ‘দলের জন্য এই ধরনের ইনিংস খেলার সামর্থ্য দেয়ার জন্য প্রথমেই আমি সর্বশক্তিমান আল্লাহ’র প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি, এটা আমাদের ভালো শুরু। বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে আমাদের ভালো খেলা দরকার ছিল। আমার মনে হয়, এটা দুর্দান্ত টিম ওয়ার্ক। ’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest