রমজানে বাজার স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

রমজানে বাজার স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ

নিউজ ডেস্ক : আসন্ন রমজানে দ্রব্যমূল্যের পাশাপাশি পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

সোমবার (৩০ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ কার্যালয় থেকে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৩১ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনায় যুক্ত হয়ে এ নির্দেশ দেন তিনি।

 

এসময় ১৯ জন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ওই আলোচনা সভার সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

 

এসময় প্রধান উপদেষ্টা ভিডিও কনফারেন্সে কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কৃষিপণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেন।

 

তিনি বলেন, সামনেই রমজান আসছে, রমজানকে কেন্দ্র করে বাজার মূল্যের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন। শুধু বাজার মূল্য নয়, জিনিসপত্র আনা-নেয়া আরও কীভাবে সহজ করা যায়, সে বিষয়েও কাজ করবেন।

 

অনুষ্ঠানে তিনি জানান, শিগগিরই বাকি চার বিভাগের ৩৩ জেলার কর্মকর্তাদের সঙ্গে একইভাবে ভিডিও কনফারেন্সে ভার্চ্যুয়াল আলোচনায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন