সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিউজ ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুড়াউড়ায় লরিকে ওভারটেকিং করতে গিয়ে আহমদ আলী সুমন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

 

বুধবার (১ জানুয়ারি) দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ আলী সুমন বাহুবল উপজেলার চলিতাতলা গ্রামের ছুরাব উল্লার ছেলে।

 

আহতরা হলেন- মোটরসাইকেল চালক বাহুবল উপজেলার হামিদনগর গ্রামের আরজু মিয়ার ছেলে কামরান আহমেদ (২১) ও একই গ্রামের আব্দুল কালামের ছেলে সুমন আহমেদ (২০)।

 

পুলিশ জানায়, বাহুবল থেকে একটি মোটরসাইকেল যোগে সিলেট যাচ্ছিলেন তিন বন্ধু কামরান আহমেদ, সুমন আহমেদ ও আহমদ আলী সুমন। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় বৈদ্যুতিক খুঁটি বোঝাই লরিকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই আহমদ আলী সুমন নিহত হন। গুরুতর আহত অবস্থায় কামরান আহমেদ (২১) ও সুমন আহমেদকে (২০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন