প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪
নিউজ ডেস্ক : পুলিশের দুই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে একজনকে সিলেটে সুনামগঞ্জ থেকে সরিয়ে রেলওয়ে পুলিশে নেওয়া হয়েছে। আর অপর আরেকজনকেডিএমপি থেকে সিলেটের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে যুক্ত করা হচ্ছে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলিকৃত সুনামগঞ্জের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নিকুলিন চাকমাকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার, ডিএমপির ডিসি মাহমুদুল হাসানকে সিলেটের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তারা ৩০ ডিসেম্বর বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি হওয়া নতুন কর্মস্থলে যোগ দেবেন। এটা না করলে ৩০ ডিসেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাঁরা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest