প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেট মহানগরীর খাদিম সুরমা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। জব্দকৃত কসমেটিক্সের মূল্য প্রায় ৫১ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে সুরমা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসায় শাহপরাণ (রহ.) থানাপুলিশ। এসময় সীমান্ত এলাকা থেকে একটি ট্রাক আসলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ট্রাকের ভেতর বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স পাওয়া যায়। পুলিশ কসমেটিক্স জব্দ এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করে।
আটককৃতরা হলেন- রাজশাহী জেলার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আবদুল রশিদ (৩৮) ও একই জেলার চন্দ্রিমা খরখরীর এন্তাজ আলীর ছেলে মো. সুমন আলী (৪৪)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে আটক ট্রাক চালক ও হেলপার জানিয়েছে জব্দকৃত ভারতীয় পণ্যের মালিক সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের রহমত উল্লাহ (২৪)।
আটককৃত দুইজন ও চোরাচালান পণ্যের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest