প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫
নিউজ ডেস্ক : কুয়াশা আর তীব্র শীতে সিলেটের বিভিন্নস্থানে জনজীবনে অনেকটা স্থবিরতা নেমে এসেছে। ১ জানুয়ারি (বুধবার) রাত থেকে বাড়তে থাকে কুয়াশা। ঘন কুয়াশার কারণে সকাল থেকেই সিলেট-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচলে রয়েছে ধীরগতি। মহাসড়কে যানবাহন চলাচলও কম। ঘন কুয়াশায় দিক নির্ণয়ে সমস্যা হচ্ছে বলে চালকেরা জানান। এ কারণে ধীরগতিতে হেডলাইট জ্বালিয়ে চলছে পরিবহন।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার অংশে দেখা গেছে, শীতের তীব্রতার কারণে বিভিন্ন বাসস্টপে যাত্রীদের উপস্থিতি কম। বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত রোদের দেখা মিলেনি। কুয়াশায় চারপাশ আচ্ছন্ন ছিলো। সড়কে ঢাকাগামী পরিবহনও মহাসড়কে কম ছিলো।
সিলেট থেকে ছেড়ে যাওয়া কয়েকজন পরিবহন চালক বলেন, সকাল থেকেই ছিলো ঘন কুয়াশা। সঙ্গে ছিলো তীব্র শীত। কুয়াশার কারণে মহাসড়কে কিছুই দেখা যায়নি। হেডলাইট জ্বালিয়ে, হর্ন বাজিয়ে, কম গতিতে তারা ঢাকা যাচ্ছেন।
সিলেট হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করেছে। দুর্ঘটনা এড়াতে গতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতাও রয়েছে মহাসড়কে।
এদিকে সিলেটসহ সারাদেশে আগামী তিন দিনে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, আগামী তিনদিন সিলেট বিভাগে দিনের তাপমাত্রা (২-৩) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest