ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। শনিবার (৪ জানুয়ারি) সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

 

প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুর ভিরুধুনগর এই বিস্ফোরণ হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, হতাহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে।

 

দেশটির কর্মকর্তারা বলছেন, আগুন নির্বাপক বিভাগ কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে উদ্ধার অভিযান চলছে। তবে ঠিক কী কারণে আতশবাজির কারখানায় বিস্ফোরণ হয়েছে- সেই সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি।

 

তবে আতশবাজি তৈরির সময় বিস্ফোরকের সঙ্গে সংঘর্ষ বা ‍‍`বিদ্যুৎ লিকের‍‍` কারণে এই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে পুলিশ। প্রদেশটির মুখ্যমন্ত্রী এমকে স্টালিন হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি ভুক্তভোগী পরিবারকে চার লাখ রুপি আর্থিক সহযোগিতার ঘোষণা দিয়েছেন।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন