খয়েরি শাড়িতে উষ্ণতা ছড়াচ্ছেন সানিয়া মির্জা

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

খয়েরি শাড়িতে উষ্ণতা ছড়াচ্ছেন সানিয়া মির্জা

6

স্পোর্টস ডেস্ক : খয়েরি শাড়ি পরে ইনস্টাগ্রামে তিনটি ছবি আপলোড করেছেন ভারতীয় কিংবদন্তি টেনিস তারকা সানিয়া মির্জা। ক্যাপশনে লিখেছেন, Saree not sorry.

 

সানিয়ার সেই পোস্টে কমেন্ট করেছেন তার ভক্তরা। প্রায় সবাই প্রশংসায় ভাসিয়েছেন এই তারকাকে। একজন লিখেছেন, রানির মতো লাগছে।

4

 

অন্য এক ভক্ত কমেন্ট করেছেন, শাড়িতে চিরসবুজ সানিয়া। আরেকজন সানিয়াকে ‘সৌন্দর্যের দেবী’ হিসেবে আখ্যা দিয়েছেন।

 

3

ক্যাপশনে ‘সরি’ শব্দটা কেনো টানলেন সানিয়া তা নিয়ে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তবে সানিয়া এর জবাব দেননি।

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সানিয়ার সঙ্গে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির কিছু ভুয়া ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দু’জনকে আলিঙ্গন করতে এমনকি বিয়ের পোশাকেও দেখা যায়।

8

 

প্রসঙ্গত, ২০১০ সালে টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন ক্রিকেটার শোয়েব মালিক। তবে ২০২৩ সালে এই জুটির বিচ্ছেদ ঘটে। শোয়েব মালিক এ বছরের শুরুতে অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন।

1

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3