প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪
স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগ ফুটবল থেকে ফেডারেশন কাপ; সাফল্যের ধারা অব্যাহত রেখেছে মোহামেডান। আজ চট্টগ্রাম আবাহনীর জালে গোল উৎসব করেছে তারা।
অন্য ম্যাচে সমানসংখ্যক গোল করেছে রহমতগঞ্জও। আর ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে দিনটা নাবীব নেওয়াজ জীবনের। গোলের হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তিনি।
আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৬-০ ব্যবধানে হারিয়েছে মোহামেডান। এটি এই টুর্নামেন্টে তাদের প্রথম জয়। দশম মিনিটেই সতীর্থ আরিফ হোসেনের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইমানুয়েল সানডে। ৪ মিনিট পর ফের আরিফের অ্যাসিস্ট। এবার গোলদাতা সুলেমান দিয়াবাতে।
আবাহনীর দ্বিতীয় গোলটি অবশ্য নিজেই করতে পারতেন আরিফ। কিন্তু প্রতিপক্ষ গোলকিপারকে একা পেয়েও বল বাড়িয়ে দেন পজিশনে থাকা সতীর্থ দিবায়াবাতের কাছে। ফাঁকা জালে সহজেই বল জড়িয়ে দেন মোহামেডানের অধিনায়ক। তবে ৪০তম মিনিটে দিয়াবাতে সহজ সুযোগ নষ্ট করেন। পোস্টের সামনে বল পেয়েও ওপর দিয়ে মারেন তিনি।
বিরতির আগে বড় ধাক্কা খায় মোহামেডান। চোট নিয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন দিয়াবাতে। তবে এতে মোহামেডানের ছন্দপতন হয়নি। বরং ৫২তম মিনিটে সতীর্থ জিসানের ক্রসে হেডে গোল করেন আগেই দুই অ্যাসিস্ট করা আরিফ। ৬৮তম মিনিটে মোহামেডানের চতুর্থ গোলটি করেন জিসান। বাকি দুই গোল সৌরভ দেওয়ান ও জুয়েল মিয়ার।
আরেক ম্যাচে ঠিক ৬-০ গোলেই জিতেছে রহমতগঞ্জ। ময়মনসিংহে ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে দলের জয়ে হ্যাটট্রিক করেছেন জীবন। বাকি তিন গোলদাতা- মেহরাজ হোসেন অপি, স্যামুয়েল বোয়েটেং এবং মোহাম্মদ তোহা।
এই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠেছে রহমতগঞ্জ। ২ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। আর ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মোহামেডান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest