প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক এই সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছে টাইগাররা।
এবার তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বাংলাদেশ দলের বিজয়োৎসবের ছবি দিয়ে তারেক রহমান লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন। এই অসামান্য অর্জন মাঠে আপনাদের অটুট নিবেদন, ব্যতিক্রমী টিম ওয়ার্ক এবং অসাধারণ দক্ষতার প্রমাণ। এমন জয় শুধু আপনাদের অনন্য প্রতিভার স্বাক্ষর বহন করছে তা নয়, বরং ক্রিকেট নিয়ে দেশের কোটি মানুষের আবেগকে আরও শক্তিশালী করছে। ক্রিকেটের দামাল খেলোয়াড়রা তাদের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশকে উচ্চ আসনে অধিষ্ঠিত করবে। আপনাদের বিজয় পুরো জাতি একত্রে উদযাপন করছে। ‘
আজ শুক্রবার সকালে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করে সফরকারীরা। ওই রান তাড়া করতে নেমে সব উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। আর তাতে তিন ম্যাচের সিরিজে সবগুলোতেই জিতলো বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে তারা। তাও আবার ক্যারিবীয়দের নিজেদের মাটিতেই!




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest