বুটের আঘাতে রক্তাক্ত দোন্নারুম্মা

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

বুটের আঘাতে রক্তাক্ত দোন্নারুম্মা

8

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের বুটের আঘাতে রক্তাক্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছে এই ইতালিয়ান গোলরক্ষককে। ফ্রেঞ্চ লিগ আঁতে মোনাকোর বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে পিএসজি। ম্যাচের ফল ছাপিয়ে এখন আলোচনায় ম্যাচে পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার চোট। তবে কার্ড না দেখানোয় রেফারির সমালোচনা করেছেন দলটির অধিনায়ক মারকিনিওস।

1

 

1

মোনাকোর মাঠে ম্যাচের ১৭ মিনিটের সময় ঘটে এই বীভৎস ঘটনা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর বুট সরাসরি আঘাত লাগে দোন্নারুম্মার ডান চোখের নিচে। সিঙ্গোর নেওয়া শট আটকে দিয়েছিলেন দোন্নারুম্মা। তবে ধাবমান সিঙ্গো থামতে না পেরে চেষ্টা করেছিলেন দোন্নারুম্মাকে টপকে যেতে, কিন্তু তাঁর বুটের তলার দিকটা সরাসরি আঘাত করে মুখে। তাতে দোন্নারুম্মার গালের অনেকটা অংশই কেটে যায়। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টাপল দিয়ে কোনোরকমে জোড়া লাগানো হয় কাটা অংশ।

 

5

মারাক্তক জখমের পর প্রায় ৫ মিনিট বন্ধ থাকে খেলা। মাঠে ছেড়ে যেতে হয় দোন্নারুম্মাকে। এমন মারাত্মক ফাউল করেও শেষ পর্যন্ত কোনো কার্ড দেখেননি আগেই হলুদ কার্ড দেখা সিঙ্গো। যা নিয়ে উঠেছে বিতর্ক। তবে এখানে ওই ফুটবলারের দায় দেখেন না পিএসজি কোচ লুইস এনরিকে। তবে কার্ড না দেখানোয় রেফারির সমালোচনা করেছেন দলটির অধিনায়ক মারকিনিওস।

 

পিএসজি অধিনায়ক ম্যাচ শেষে বলেন, ‘আমি জানি না রেফারির ঘটনাটা ঠিকমতো দেখেছেন কি না, তবে ভিএআরের হস্তক্ষেপ করা দরকার ছিল। এ রকম অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’

 

মারাক্তক জখমের পর সিঙ্গোর দিকে অনেকে আঙুল তুললেও অভিযোগ নেই এনরিকের। পিএসজি কোচ বলেন, এটা রেফারির সিদ্ধান্ত! আমার তো কিছু করার নেই। ঘটনাটি আমি দেখতে পাইনি। এই ধরনের ঘটনা অবশ্য সবসময়ই কঠিন।

2

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2