সিরিজ জয়ে বাংলাদেশের সব মানুষ খুশি : লিটন

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

সিরিজ জয়ে বাংলাদেশের সব মানুষ খুশি : লিটন

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচ ৭ রানে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ রানে জিতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ সব মানুষ অনেক খুশি বলে জানিয়েছেন অধিনায়ক লিটন দাস।

 

সেন্ট ভিনসেন্টে টস হেরে এবারও প্রথমে ব্যাট করার সুযোগ পেলেও, ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। আট নম্বরে নামা শামীম হোসেনের ১৭ বলে ৩৫ রানের অনবদ্য ইনিংসে লড়াই করার মত পুঁজি পায় টাইগাররা। ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে সফরকারীরা। প্রথম ম্যাচে ১৩ বলে ২৭ রান করেছিলেন শামীম।

 

ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ১৩০ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে অসাধারণ বোলিং পারফরমেন্স করে বাংলাদেশের বোলাররা। বোলারদের নিয়ন্ত্রিত লাইন-লেন্থ ও সময়মত উইকেট শিকার, বাংলাদেশকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। এতে ৯ বল বাকী থাকতে ১০২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

 

দলের পারফরমেন্সে খুশি টাইগার অধিনায়ক লিটন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি খুব খুশি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের দিকে তাকিয়ে ছিলাম।’

 

শামীমের ইনিংসের প্রশংসা করে লিটন বলেন, ‘আমি যখন প্রথম বল খেলি, খুব কঠিন ছিল ব্যাট করা। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে।’

 

১২৯ রানের পুঁজি নিয়েও জয় পাওয়া পেছনে বাংলাদেশ দলের বোলারদের অবদান সবচেয়ে বেশি। তাই বোলারদের প্রশংসা করতে ভুল করেননি লিটন, ‘বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যখনই আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট এনে দিয়েছে। এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল। আমরা একটা ভালো ফ্লোতে ছিলাম ঐ সময়।’

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন