নিষিদ্ধ হলেন সাকিব

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

নিষিদ্ধ হলেন সাকিব

7

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের যা কিছু অর্জন তার অনেকটা জুড়েই একটি নাম, সাকিব আল হাসান। প্রায় দুই দশক ধরে পেশাদার ক্রিকেটে খেলছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও সময়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এই অলরাউন্ডার। জাতীয় দলের পাশাপাশি বিশ্বের প্রথম সারির প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠ মাতিয়েছেন সাকিব। গড়েছেন বহু রেকর্ড।

 

তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে প্রথমবারের মতো বোলিংয়ে নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবকে নিষিদ্ধ করেছে তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর। লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার পর এই ত্রুটি শনাক্ত হয়।

 

এ নিষেধাজ্ঞার ফলে সাকিব ইসিবি আয়োজিত কোনো ম্যাচে বোলিং করতে পারবেন না, যতক্ষণ না তিনি তার অ্যাকশন সংশোধন করে পুনঃমূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হন।

5

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

4

 

ইএসপিএনক্রিকইনফো সূত্রে জানা যায়, সাকিব ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের বোলিং অ্যাকশন পরীক্ষা দেন। ১০ ডিসেম্বর পরীক্ষার ফল পাওয়ার পর ইসিবি বোলিং নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এর আগে, সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচে সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা।

8

 

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি ম্যাচে ৭১২ উইকেট নিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন। তবে এর আগে কখনো তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি।

 

সেপ্টেম্বরে সারের হয়ে খেলা ম্যাচে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নেয়ার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়। পরবর্তী সময়ে ২ ডিসেম্বর তিনি অ্যাকশনের পরীক্ষা দেন, যেখানে জানা যায় তার কনুই ১৫ ডিগ্রি সীমার বেশি বেঁকে গিয়েছে। তবে সাকিবের কনুই কতটা বাঁকা হয়েছিল তা জানানো হয়নি।

 

4

ইসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে আবারও অ্যাকশন পরীক্ষা করাতে হবে। তবে ইংল্যান্ডের বাইরে বোলিং করতে কোনো বাধা নেই।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8