উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না মুশফিক

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না মুশফিক

8

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে চার-পাঁচে ব্যাট করেন মুশফিকুর রহিম। কিন্তু শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে অভিজ্ঞ এই ব্যাটার নামেন সাত নম্বরে। বিষয়টি স্বাভাবিকভাবেই রহস্যজনক মনে হয়। খোঁজ নিয়ে যায়, আঙুলের চোটের কারণে দেরি করে ব্যাটিংয়ে নেমেছেন মুশফিক।

3

 

1

গত বুধবারের ম্যাচে উইকেটকিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে আঘাত পান মুশফিক। পরে ব্যথা কমার জন্য তাকে বিশ্রাম নিতে বলা হয়। যে কারণেই মূলত ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয় টিম ম্যানেজমেন্টকে।

 

মুশফিকের আঙুলে ফ্র্যাকচার হয়েছে। পরবর্তীতে আফগানদের বিপক্ষে সিরিজ থেকেই মুশফিকের ছিটকে যাওয়ার খবর আসে। চোটের কারণে মুশফিক পরবর্তী সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারবেন কিনা, ব্যাটিং-কিপিং ভালোভাবে করা সম্ভব হবে কিনা, তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল।

 

8

এবার আরও এক দুঃসংবাদ দিলেন মুশফিক। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজও খেলতে পারবেন না উইকেটরক্ষক এই ব্যাটার। মুশফিকের বিষয়ে জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার জানান, মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পারবেন না। তবে ওয়ানডেতে খেলতে পারবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।

2

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3