৬৫০ নারীর শয্যা সঙ্গী হয়েছেন এই ক্রিকেটার

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

৬৫০ নারীর শয্যা সঙ্গী হয়েছেন এই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের নাম শুনলেই মনে পড়ে দানবীয় সব কর্মকান্ডের কথা। ব্যাট হাতে একদিকে যেমন তারা ঝড় তুলতেন, অন্যদিকে বল হাতে প্রতিপক্ষকে বিধ্বস্ত করতেন। একটা সময় ছিল যখন ওয়েস্ট ইন্জিজ ক্রিকেট দলকে দেখে সবাই ভয়ে কাঁপত। কিন্তু এই ওয়েস্ট ইন্জিজ ক্রিকেট দল সবসময় আলোচনায় থাকত মূলত তাদের ব্যাক্তিগত লাইফস্টাইল এর জন্য।

 

তেমনই একজন ক্রিকেটার হলেন টিনো বেস্ট। সাবেক এই পেসার তথা গেইল, ব্র্যাভো এবং পোলার্ডের এই সতীর্থ ২০১৬ সালে আত্মজীবনী ‘মাইন্ড দ্য উইন্ডোজ, মাই স্টোরি’ প্রকাশ করেছিলেন। যেখানে তিনি উল্লেখ করেন, প্রায় ৬৫০ নারীর শয্যা সঙ্গী হয়েছিলেন তিনি। আর সেকারণেই তিনি নিজেকে ‘ব্ল্যাক ব্র্যাড পিট’ বলেও উল্লেখ করেন। পাশাপাশি তিনি নিজেকে বিশ্বের সবথেকে সুন্দর ন্যাড়া মাথার পুরুষ বলেও সম্বোধন করেন।

 

টিনো বেস্ট বলেন নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা কিংবা তাদের সঙ্গে ডেট করতে গেলেও, সেটার প্রভাব কোনওদিনও খেলার উপরে পড়তে দেননি। তিনি স্বীকার করেছেন, সকালে ঘুম থেকে ওঠার পর রাতে কী হয়েছে সেই সবের কোনও প্রভাব তার উপর থাকে না।

 

তিনি লিখেছিলেন, আমি নারীদের ভালোবাসি। তারা আমাকে ভালোবাসে। আমি নিজেকে বিশ্বের সবথেকে সুন্দর ন্যাড়া মাথার পুরুষ বলেও মনে করি। আমাকে অনেকেই মজা করে ব্ল্যাক ব্র্যাড পিট বলে থাকেন। সেইসঙ্গে তিনি আরও লিখেছেন, তিনি নারীদের সঙ্গে ডেট করতে এবং শারীরিক সম্পর্ক তৈরি করতে ভালোবাসেন। ইতিমধ্যেই ৫০০ থেকে ৬৫০ নারীর সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক তৈরি করেছেন।

 

টিম ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৪ সালে। দেশের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে খেলেছেন টিনো বেস্ট। এর মধ্যে ২৫টি টেস্ট, ২৩টি একদিনের ম্যাচ ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে বরাবরই মাঠের বাইরের বিভিন্ন কাণ্ড নিয়ে তিনি আলোচনায় থাকতেন।