প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতার গল্প সবারই জানা। ভারত কিংবা পাকিস্তান, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড- যেই দলের সাথেই খেলা হোক না কেন বরাবরই প্রতিপক্ষের বোলারদের সামনে আত্মসমর্পন করে টাইগার ব্যাটাররা। যার ধারাবাহিকতা দেখা গেছে ভারতের বিপক্ষে গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতেও। এই ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।
দলের এমন হারের পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অকপটে স্বীকার করেছেন তাদের দুর্বলতার কথা। তিনি বলেছেন, তার দল টি-টোয়েন্টি ম্যাচে ধারাবাহিকভাবে ১৮০ এর বেশি স্কোর করতে জানেই না।
টি-টোয়েন্টিতে ভালো করার সামর্থ্য থাকলেও দক্ষতায় বিরাট ঘাটতি আছে বলে মনে করেন নাজমুল। তিনি বলেন, “আমাদের সামর্থ্য আছে। আমাদের দলের দক্ষতায় উন্নতির জায়গা আছে।”
কীভাবে ব্যাটিংয়ে উন্নতি আনা যায়, সেটা জানাতে গিয়ে নাজমুল বলেন, “এটার জন্য আমরা ঘরের মাঠে যখন অনুশীলন করি, তখন উইকেটের পরিবর্তন বা কিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে। আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন ১৪০-১৫০ রানের উইকেটই হয়। ব্যাটসম্যানরা ওই রানটা কীভাবে করতে হয়, সেটা জানে। কিন্তু আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়।”
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest