প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে চুরি বা স্মাগল করা ২৯৭টি প্রাচীন সামগ্রী ফিরিয়ে দিতে যাচ্ছে, যার মধ্যে বহু সামগ্রী শতাব্দী পুরনো। সামগ্রীর হস্তান্তরের সূচনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এক বৈঠকের সময় কিছু পুরাকীর্তির সামনে ছবি তোলেন।
জুলাই মাসে, যুক্তরাষ্ট্র ও ভারত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যা অবৈধ ব্যবসা প্রতিরোধের মাধ্যমে সাংস্কৃতিক সম্পত্তি রক্ষা এবং চুরি হওয়া প্রাচীন সামগ্রীর দ্রুত ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজতর করবে। এই প্রাচীন সামগ্রীর মধ্যে অধিকাংশই পূর্ব ভারতের টেরাকোটা শিল্পকর্ম, এবং এগুলি “শীঘ্রই” ফেরত দেওয়া হবে বলে ভারত সরকার একটি বিবৃতিতে জানিয়েছে।
হস্তান্তরের সময়সীমা প্রধানমন্ত্রী মোদীর বাইডেনের বাড়ি উইলমিংটন, ডেলাওয়্যারে সফরের সঙ্গে মিলেছে, যেখানে প্রেসিডেন্ট গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে কুয়াড শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোদী বাইডেনের প্রতি এই প্রাচীন সামগ্রী ফিরিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মোদী আরও বলেন, এই সামগ্রীর সঙ্গে ভারতের ইতিহাস ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে এবং এটি দেশের সভ্যতার আত্মার অংশ।
ফিরিয়ে দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ভাস্কর্য এবং ফুলদানি, যা খ্রিষ্টপূর্ব ২০০০ থেকে খ্রিষ্টাব্দ ১৯০০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ের। এগুলোর মধ্যে কিছু পাথর, ধাতু, কাঠ এবং হাতির দাঁত দিয়ে তৈরি।
উল্লেখযোগ্য একটি সামগ্রী হলো ১০ম থেকে ১১শ শতাব্দীর স্যান্ডস্টোনের তৈরি একটি অস্পরা ভাস্কর্য, যা হিন্দু ও বৌদ্ধ পুরাণে একটি আকাশচারী নৃত্যশিল্পী। এটি অলংকার পরিহিত এবং একটি নৃত্যের বিশেষ ভঙ্গিতে অবস্থান করছে।
ভারত গত কয়েক বছর ধরে চোরাচালান থেকে তার মূল্যবান সাংস্কৃতিক সম্পদ রক্ষা করার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হলেও, এই ক্ষেত্রে কিছু সাফল্য অর্জন করেছে। ২০২২ সালে, যুক্তরাষ্ট্র ৩০৭টি চুরি হওয়া সামগ্রী ভারতকে ফিরিয়ে দিয়েছিল, যা আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে ১৫ বছরের তদন্তের অংশ ছিল। এর মধ্যে ৭৫% এর বেশি সামগ্রী বিতর্কিত নিউ ইয়র্কের শিল্প ডিলার সুবাশ কাপূরের সঙ্গে জড়িত, যিনি ভারতীয় আদালতে স্মাগলিং অপরাধে ১০ বছরের কারাদণ্ড পেয়েছেন।
২০১৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ৫৭৮টি সাংস্কৃতিক সামগ্রী ফিরিয়ে দিয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোতে ভারত-মার্কিন সাংস্কৃতিক বোঝাপড়া ও বিনিময়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে।
তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষামূলক ও সাংস্কৃতিক বিষয়ক ব্যুরো সিএনএনের মন্তব্যের অনুরোধের প্রতি এখনো সাড়া দেয়নি।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest