রাতে শাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

রাতে শাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

2

নিউজ ডেস্ক : প্রথম আলো কার্যালয়ের সামনে আমজনতার শান্তিপূর্ণ জেয়াফত অনুষ্ঠানে পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

6

 

রবিবার (২৪ নভেম্বর) রাত দশটায় শাহপরাণ হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দিকে যান তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘বিগত সরকারের সময়ে প্রথম আলো ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। আজ আমরা দেখেছি শান্তিপূর্ণ জেয়াফত অনুষ্ঠানে পুলিশ সাধারণ মানুষের উপর ন্যাক্কারজনক হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

8

 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘প্রথম আলো এবং ডেইলি স্টার ফ্যাসিবাদকে উসকা দেওয়ার জন্য জঙ্গি ট্যাগ দিয়ে বিগত সময়ে বিশাল ভূমিকা রেখেছে। তারই প্রতিবাদে সাধারণ মানুষ প্রতিবাদস্বরূপ শান্তিপূর্ণ অবস্থান ও জেয়াফত অনুষ্ঠান করতে গেলে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালায়।

 

1

তিনি আরো বলেন, ‘স্বাধীন দেশে সাধারণ মানুষের উপরে পুলিশ যাদের ইন্ধনে হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুত তাদেরকে বিচারের আওতায় না নিয়ে আসলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেবেন বলে জানান তিনি।’

 

1

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, ‘ফ্যাসিবাদের আমলে পুলিশ যেভাবে সন্ত্রাসী কায়দায় হামলা করতো, ঠিক তেমনি আজকেও সাধারণ মানুষের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়ে ৩০ জন নিরাপদ ভাইকে আহত করেছে।’ আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই।’

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2