প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : নিজ দেশের প্রেসিডেন্ট ও তার স্ত্রী এবং পার্লামেন্টের স্পিকারকে হত্যার হুমকি দিয়েছেন ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে। তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি আমাকে হত্যা করা হয় তাহলে এদের কেউ বাঁচবে না।
শনিবার এক সংবাদ সম্মেলনে সারা বলেন, আমি একজন লোক (গুপ্তঘাতক) ঠিক করে রেখেছি। বলেছি, আমি মারা গেলে ফার্দিনান্দ রোমুয়াল্ডেজ মার্কোস জুনিয়র, ফার্স্ট লেডি লিজা আরানেটা এবং স্পিকার মার্টিন রোমুয়ালদেজকে মেরে ফেলবে। একে রসিকতা ভাববেন না আবার। খবর-সিএনএন
সারা দুতার্তে আরও বলেন, আমি তাদের (গুপ্তঘাতক) বলে দিয়েছি, এদের হত্যা না করা পর্যন্ত থামবে না।
তার এ বক্তব্যের পর তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের জীবনের ওপর যেকোনো হুমকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এ রকম স্পষ্ট ভাষায় হুমকির ঘটনায় প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে। তিনি দেশটির প্রয়াত স্বৈরাচার ফার্দিনান্দ ইমানুয়েল এড্রলিন মার্কোসের ছেলে। ফার্দিনান্দ রোমুয়াল্ডেজ মার্কোস জুনিয়র বংবং নামেই অধিক পরিচিত।
২০ বছর ক্ষমতা দখল করে রাখা ফার্দিনান্দকে ১৯৮৬ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়। আর সারা দুতার্তে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে। মার্কোস জুনিয়র ক্ষমতায় আসার আগে রদ্রিগোর হাতেই ছিল দেশটির শাসনভার। দেশটির সবচেয়ে ক্ষমতাধর দুই রাজনৈতিক পরিবারের মধ্যে দ্বন্দ্ব প্রায় সময়ই দেখা যায়।
সারা দুতার্তে ও মারকোস একসময় রাজনৈতিক সতীর্থ ছিলেন। ২০২২ সালে রাষ্ট্রের শীর্ষ দুই পদের জন্য বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হন তাঁরা। কিন্তু এ বছর পররাষ্ট্রনীতি এবং সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের প্রাণঘাতী মাদকবিরোধী অভিযানসহ নীতিগত পার্থক্যের কারণে জোট ভেঙে যায়। পার্লামেন্টে মারকোসের মিত্ররা দুতার্তের মাদকবিরোধী অভিযান এবং ওই সময় শিক্ষামন্ত্রী হিসেবে সারা দুতার্তের দায়িত্বকালে সরকারি তহবিল ব্যবহারে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest