তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে : ইউক্রেনের সাবেক সেনাপ্রধান

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে : ইউক্রেনের সাবেক সেনাপ্রধান

6

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সামরিক বাহিনীর সাবেক প্রধান এবং বর্তমানে যুক্তরাজ্যে দেশটির দূত হিসেবে দায়িত্ব পালন করা ভ্যালেরি জালুঝনি মনে করেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি, ২০২৪ সালে আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।

1

 

রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনাদের জড়িত হওয়া এবং ফ্রন্টলাইনে ইরানি অস্ত্রের ব্যবহারের বিষয়টি তুলে ধরেন জালুঝনি। বলেন, ইউক্রেনের সংঘাত তার আঞ্চলিক সীমানা ছাড়িয়ে গেছে।

2

 

ইউক্রেনে লড়াইয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করে জালুঝনি বলেন, উত্তর কোরিয়ার ১০ হাজারেরও বেশি সেনার আগমন এবং ইরানি অস্ত্রের উপস্থিতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টা দরকার।

3

 

তিনি বলেন, এটা স্পষ্ট যে ইউক্রেনের ইতিমধ্যে অনেক শত্রু রয়েছে। ইউক্রেন প্রযুক্তি নিয়ে টিকে থাকবে, তবে তারা একা এই যুদ্ধে জিততে পারবে কি না তা স্পষ্ট নয়। জালুঝনি কিয়েভের মিত্রদের রাশিয়ার প্রতি প্রতিক্রিয়ার আহ্বানও জানিয়েছেন।

 

২০২২ সালে রুশ আগ্রাসনের সময় ইউক্রেনীয় বাহিনীর নেতৃত্বের কারণে জালুঝনির মন্তব্য গুরুত্ব বহন করে। ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তেজনার কারণে চলতি বছরের শুরুতে তাকে সামরিক কমান্ড থেকে অপসারণ করা হলেও দেশটির কৌশলগত ও রাজনৈতিক আলোচনায় জালুঝনি এখনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

3

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6