প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪
স্পোর্টস ডেস্ক : গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করে ভারত। বিশ্বকাপের শুরু থেকে ফাইনাল পর্যন্ত টানা জয়ে শিরোপার দুয়ারেই ছিল স্বাগতিকরা।
কিন্তু গ্রুপপর্বে হারানো অস্ট্রেলিয়ার কাছেই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে যায় টিম ইন্ডিয়া।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে হেরে কান্নায় ভেঙ্গে পড়েন বিরাট কোহলি, রোহিত শর্মাসহ তারকা ক্রিকেটাররা।
ট্রফি হাতছাড়া করলেও বিশ্বকাপ আয়োজন করে ভারত আয় করে ১৬ হাজার কোটি টাকা।
বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একটি অর্থনৈতিক প্রতিবেদন তৈরি করেছে। সেখানে দেখা গেছে ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপ থেকে লাভ হয়েছে ১৩৯ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৬ হাজার ৬০৬ কোটি ২৭ লাখ টাকা। যেখানে ৬৩ শতাংশ এসেছে পর্যটন খাত থেকে।
বিশ্বকাপের আয়োজক শহরগুলোর পর্যটন বিভাগ ৮৬.১৪ কোটি ডলার আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১০ হাজার ২৯১ কোটি টাকা। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ২৩৪ কোটি টাকা। দেশ বিদেশ থেকে খেলা দেখতে আসা দর্শকদের থাকা, খাওয়া, যাতায়াত, পানীয় মিলে এমন আয় করেছে পর্যটন বিভাগ।
ভারতের অর্থনীতিতে সেটা অনেক অবদান রেখেছে। পর্যটন খাত বাদে বাকি ৩৭ শতাংশ আয় হয়েছে ইনক্রিমেন্টাল খাত থেকে। ৫১.৫৭ কোটি ডলার আয় হয়েছে ইনক্রিমেন্টাল খাতে। বাংলাদেশি টাকায় ৬১৬১ কোটি ৫ লাখ।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সব মিলিয়ে ১২ লক্ষ ৫০ হাজার দর্শক এসেছেন খেলা দেখতে। যা ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। রেকর্ড ১২ লক্ষ ৫০ হাজার দর্শক সমাগম হয়।
নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest