ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের শিরোপা উৎসর্গ যুবাদের

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের শিরোপা উৎসর্গ যুবাদের

স্পোর্টস ডেস্ক : যে নেপালের সঙ্গে গ্রুপ পর্বে হারের মুখ দেখতে হয়েছিল, তাদের হারিয়েই শেষ পর্যন্ত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা উঁচিয়ে ধরেছেন বাংলাদেশের যুবারা। কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফাইনালে ৪-১ ব্যবধানে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা জয় করেছে বাংলাদেশ। জয়ের পর ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের শিরোপা উৎসর্গ করেছে বাংলাদেশ দল।

 

টুর্নামেন্টে বাংলাদেশের যুবাদের অনুপ্রেরণা জুগিয়েছে ছাত্র-জনতার আন্দোলন। প্রায় মাসখানেকের বেশি সময় ধরে চলা ছাত্র-জনতার আন্দোলনে অনেক প্রাণ ঝরেছে। গুমোট পরিস্থিতির মধ্যেই সাফের জন্য নিজেদের প্রস্তুত করতে হয়েছিল যুবাদের। তখন থেকেই তাদের লক্ষ্য ছিল শিরোপা জিতে দেশের মানুষকে আনন্দের উপলক্ষ্য এনে দেওয়া।

 

শহিদদের শিরোপা উৎসর্গ করে শিরোপা জেতানো কোচ মারুফুল হক বলেছেন, ‘এই জয় আমি উৎসর্গ করতে চাই যারা গত মাসে এবং এই মাসে যাদের প্রাণ হারিয়েছে। এ মাসে বন্যায় অনেকেই মারা গেছে। আশা করি, এই শিরোপা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাবে।’

 

ফাইনালের গোলদাতা রাব্বীও শহিদদের সাফ শিরোপা উৎসর্গ করেছেন। তিনি বলেন, ‘আমাদের এই জয়টা উৎসর্গ করতে চাই যারা গত মাসে মারা গেছে। সেসব শহিদের জন্য আমরা আজ খেলেছি। দেশের অবস্থা ভালো নয়। বন্যায় অনেক ক্ষতি হয়েছে। আশা করি, এই জয়ে তারা খুশি হবে।’