সামাজিক আচরণ পরিবর্তনে ছাত্র ও শিক্ষক সমাজের অংশগ্রহণ

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪

সামাজিক আচরণ পরিবর্তনে ছাত্র ও শিক্ষক সমাজের অংশগ্রহণ

নিউজ ডেস্ক : রোববার সিলেট সিটি কর্পোরেশনের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ইউনিসেফের অর্থায়নে এবং সুশীলনের পরিচালনায় অনুষ্ঠিত হয় ছাত্র ও শিক্ষকরে অংশগ্রহণে সামাজিক আচরণ পরিবর্তন কর্মসুচি।

 

এখানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার, সুশীলনের প্রতিনিধি মোঃ আলোমগীর মিয়া, মোঃ সাইফুল হাসান, কামাল রেজা, অমিত কুমার, শিপা উরাং ও শিরিন সুলতানা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ছাত্ররা। উক্ত অনুষ্ঠানে উপপরিচালক শাহিনা আক্তার ছাত্ররে উদ্দেশ্যে বলেন, “ইপিআই টিকা অবশ্যই গ্রহণ করতে হবে যা ১০ টি মারাত্নক রোগ থেকে রক্ষা করবে।

 

পরিবারে নিয়মিত সঠিক উপায়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নারী ও পুরুষের সম অধিকার এবং গর্ভবতী নারীর সঠিক চিকিৎসা (কমপক্ষে ০৪ টি অঘঈ সেবা) নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সন অনুসারে শিশু অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সকল প্রকার নির্যাতন এমনকি বাল্য বিবাহের মত অভিশাপ থেকে তারে রক্ষা করতে হবে। পুষ্টিকর খাবার গ্রহনে উৎসাহিত করতে হবে।

 

তীব্র অপুষ্টিজনিত রোগের শিশুদের ওসামানি মেডিকেলের স্যাম কর্নারে ভর্তি করতে হবে। আজ আমরা একটা সুন্দর বিতর্ক উপভোগ করলাম। বিতর্ক এর বিষয় ছিল “বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতাই যথেষ্ট”। পক্ষ দল ও বিপক্ষ দল যে যার অবস্থান থেকে বলার চেষ্টা করেছে। তাদের যুক্তি তর্ক সন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে। বাল্য বিবাহ প্রতিরোধে যেমন দরকার সামাজিক আচরনের পরিবর্তন তেমনি দরকার কঠির আইনের প্রয়োগ।

 

ছাত্ররা, তোমরাই শের ভবিষ্যৎ। তোমরা ছাত্ররা শেকে এগিয়ে নিয়ে যাবে। তোমরা এইদেশ থেকে অন্যায় অবিচার দূর করবে। যা তোমরা আমাদের সামনে কিছু উদাহরন তুলে ধরেছ। আমরা আশাবাদী এই অন্যায়কে না বলা, অবিচারকে রুখে দেয়া তোমারা চালিয়ে যাবে। আমরা তোমাদের পাশে আছি। আমরা সবাই মিলে কাজ করলে উপহার দিতে পারব একটা বৈষম্য মুক্ত নতুন বাংলাশে।” ব্যিালয়ের প্রধান শিক্ষক বলেন, “দেশকে বাচাতে বার বার ছাত্ররা এগিয়ে এসেছে, অবদান রেখেছে।

 

আমি আশা করি আমাদের আজকের এই কর্মসুচি থেকে তোমরা যা শিখলে তা তোমরা বন্ধুদের, প্রতিবেশীদের এবং পরিবারকে সহ সমাজকে শিখাবে।” এ অনুষ্ঠানে সকল ছাত্র ও শিক্ষক প্রতিশ্রুতিবদ্ধ হয় যে, তারা প্রত্যেকে অন্তত ৫ জনকে এই ইতিবাচক সামাজিক আচরণ চর্চায় উৎসাহিত করবে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন