দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছেন না শাকিব খান!

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছেন না শাকিব খান!

3

বিনোদন ডেস্ক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনী। শুক্রবার রাতে মহাখালীতে এসকেএস স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সৌজন্যে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

6

সিনেমা শেষে শাকিব খান বলেন, এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন এ সিনেমার। এর অর্থ হলো ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা আগেও সুপারহিট হয়েছে। আমার ক্যারিয়ারের যত বিগ হিট সিনেমা, যেমন প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন- সবগুলোই কিন্তু ঈদ ছাড়া। আজকে দরদ আবারও সেটা প্রমাণ করল।

 

7

বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ নিয়ে আরেক প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, আমি নিজেই নায়িকাদের শিডিউল পাচ্ছি না। যেহেতু বছরে দুই-তিনটা ছবি করি, তাই আমার শিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে তাই তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।

 

5

শাকিব খান ছাড়াও এই বিশেষ প্রদর্শনীতে দেশের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। তারা হলেন সিনেমার পরিচালক অনন্য মামুন, পূজা চেরি, সিয়াম আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, সেমন্তি সৌমি, রুকাইয়া জাহান চমক।

6

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4