মাগুরায় চাঁদাবাজি মামলায় আ.লীগ নেত্রী রিয়া কারাগারে

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪

মাগুরায় চাঁদাবাজি মামলায় আ.লীগ নেত্রী রিয়া কারাগারে

6

নিউজ ডেস্ক : মাগুরায় চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার শ্রীপুর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি স্বর্ণালী জোয়ার্দার রিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২২ নভেম্বর) বিকালে রিয়াকে চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়। এসময় তার জামিন শুনানিতে দাঁড়ায়নি কোনো আইনজীবী। ফলে আদালত তাকে কারাগারে পাঠান।

 

4

এর আগে চাঁদাবাজী এবং সন্ত্রাসী হামলার ঘটনায় সকালে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বাদি একই গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মী আবু সাইদ শেখ।

 

6

মামলা সূত্রে জানা যায়, নিজ দলে ভিড়াতে না পেরে রিয়া জোয়ারদার বাদির কাছে ২০২২ সালের ১০ মে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু না পেয়ে দুদিন পর ১২ মে ভোর ৫টার সময় একটি লোহার স্টিক দিয়ে তার উপর হামলা চালায়। মামলায় হালিম জোয়ারদার ও নিয়াজ্জেল বিশ্বাস নামে আরও দুজনকে আসামি করা হয়। এদিকে রিয়া গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার পক্ষে আইনজীবীদের কেউ জামিন শুনানিতে অংশ নিতে পারে শুনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে জড়ো হয়। তবে শেষ পর্যন্ত কোনো আইনজীবীকে তার পক্ষে দেখা যায়নি।

8

 

মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে উপস্থিত অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, আওয়ামী লীগ নেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে আদালতে হাজির করা হলেও তার পক্ষে কোনো আইনজীবীকে জামিনের আবেদন করতে দেখা যায়নি। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

1

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4