প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বর্তমান উদ্ভুত পরিস্থিতির কারণে আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জেগেছে শঙ্কা। এমন অবস্থায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
বিকল্প ভেন্যু হিসেবে ভারতকে প্রস্তাব দিয়েছে আইসিসি। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। বিশ্বকাপ আয়োজন করতে না চাওয়ার পেছনে দুটো যুক্তি দেখিয়েছেন তিনি।
জয় শাহ বলেন, বিসিসিআইয়ের কাছে তারা প্রস্তাব দিয়েছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে। তবে আমি সরাসরি না করে দিয়েছি। কারণ, ভারতে তখনও বর্ষা মৌসুম চলমান থাকবে। এছাড়া পরের বছর আমরা নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। তাই আমি এই মনোভাব প্রকাশ করতে চাই না যে, আমরা পরপর দুটো বিশ্বকাপের আয়োজক হতে চাই। তাই এই মুহূর্তে ভারতে এই আসর আয়োজন করাটা সম্ভব না।
রাজনৈতিক অবস্থা ও আইসিসির এমন প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন অনেকটাই হুমকির মুখে। অপরদিকে, বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন না হলে আইসিসির প্রাথমিক বিবেচনায় বিকল্প হিসেবে ভেবে রেখেছিল ছিল শ্রীলঙ্কা, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতকে। এক্ষেত্রে ভারত প্রস্তাব ফিরিয়ে দেয়ায় আইসিসির হাতে এখন বিকল্প দুটি দেশ।
তবে যে আবহাওয়াজনিত কারণে ভারত টুর্নামেন্ট আয়োজন করতে অপরাগতা প্রকাশ করেছে সেই একই অবস্থা শ্রীলঙ্কারও। সেখানেও অক্টোবরে থাকবে একেবারে ঘোর বর্ষা।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest