প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৪
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান দলকে নিয়ে সমালোচনা থামছেই না। বিশেষ করে পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন উঠছে।
বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার এই ইস্যুতে বর্তমান দলের দিকে আঙুল তুললেও বাবর আজমদের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ইউনুস খান।
গত শনিবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ভারতের জয়রথ থামিয়েছেন ইউনুস খানরা। সে ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাবর আজমদের প্রসঙ্গ টেনে এক সংবাদকর্মী বলেন, পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের ফিটনেস বর্তমান দলের চেয়ে ভালো।
কিন্তু ইউনুস এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, ‘বিষয়টি এমন নয়। আমাদের বর্তমান জাতীয় দল অনেক ফিট। যখন একটা দল বাজে সময়ের মধ্যে দিয়ে যায়, তখন এমন অনেক কথা হয়। এখন আমরা ম্যাচ জিতছি, তাই সবাই আমাদের নিয়ে ইতিবাচক কথা বলছে।’
ইউনুস জানান, বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সে হতাশায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের মুখে হাসি ফোটাতে লিজেন্ডস লিগের শিরোপা জিততে চান তারা। ‘আমরা এই ট্রফি জিতে সমর্থকদের আনন্দের উপলক্ষ্য এনে দিতে চাই। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণ অনেকেই বিমর্ষ হয়ে পড়েছেন’-যোগ করেন সাবেক এই ক্রিকেটার।
উল্লেখ্য, টানা চার জয়ে এরইমধ্যে প্রথম দল হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া পাকিস্তান চ্যাম্পিয়ন্স দল।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest