তাওহিদ লিটন শান্ত রিশাদের র‍্যাংকিংয়ে উন্নতি

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪

তাওহিদ লিটন শান্ত রিশাদের র‍্যাংকিংয়ে উন্নতি

স্পোর্টস ডেস্ক : গতকাল সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরের সেমিফাইনালের আগেই বিদায় নেয় বাংলাদেশ। এদিন টাইগারদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে চলে যায় আফগানরা।

 

জাতীয় দলের তারকা ক্রিকেটাররা সময় মতো জ্বলে না ওঠায় বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। তবে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন বোলাররা। আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক বোলারের।

 

লেগ স্পিনার রিশাদ হোসেন ৩ ধাপ এগিয়ে উঠেছেন ২৪ নম্বরে। একই স্থানে রয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং ভারতের পেসার জাসপ্রীত বুমরাহ। তাসকিন আগে থেকেই ২৪তম স্থানে থাকলেও বুমরাহ এগিয়েছেন ৪৪ ধাপ।

 

স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি হাসান ৫ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে আছেন। এছাড়া গতি আর আগ্রাসন দিয়ে বিশ্বকাপে নজর কাড়া তানজিম হাসান সাকিব ৪ ধাপ উন্নতি করে রয়েছেন ৬৫ নম্বরে।

 

টুর্নামেন্টজুড়ে ব্যাটিং ইউনিট ব্যর্থ হলেও কিছু ব্যাটসম্যান ব্যক্তিগত পারফরম্যান্স নজর কেড়েছে। ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তাওহিদ হৃদয়। র‍্যাংকিংয়েও এবার করলেন উন্নতি। ব্যাটসম্যানদের মধ্যে ৩ ধাপ উন্নতি করে ২৭তম স্থানে উঠেছেন তাওহিদ।

 

এছাড়া শেষ ম্যাচে ফিফটি হাঁকিয়ে উন্নতি করেছেন টাইগার ওপেনার লিটন দাস। ৪ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের সাথে ৩৯তম স্থানে রয়েছেন লিটন।

 

এগিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ৭ ধাপ উন্নতি করে ৪৭ নম্বরে উঠেছেন। এছাড়া ৪৭ নম্বরে রয়েছেন ভারতের বিরাট কোহলি, আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ১ ধাপ করে এগিয়েছেন স্টার্লিং এবং মিচেল, কোহলি এগিয়েছেন ৩ কোহলি।

 

ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে বহুদিন পর পরিবর্তন এসেছে। ভারতের সূর্যকুমার যাদবের রাজত্ব শেষ করে ৪ ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।