অর্থহীন কর্ম

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৪

অর্থহীন কর্ম

3

 

ময়নুল ইসলাম :

 

কি হয় একবার এদিকে মুখ তুলে তাকালে?
কি এমন হয়!
যদি সামনেই থাকো বসে,
অযথা ওভাবে না থেকে আড়ালে?

8

কি হয় পাশে একটুখানি দাঁড়ালে!
থাকনা পরে হেঁসেলের কাজ,
আমায় সামলে পরে করো ওসব অর্থহীন কর্ম
হাতে ঢের সময় থাকলে!

1

 

বোলো-কী এমন ক্ষতি?
আজ হতে আর চুলোয় আগুন না জ্বলুক,
মানুষ কী মরে যায়? পেটে
দুটো ডাল-ভাত না জোটে যদি!

 

সময় স্বল্প, বিশ্বাস কি অনিশ্চিত দমে!
পুরো সপ্তাহ জুড়ে-শহরময় ঘুরে ঘুরে,
কাটাই ভয়ে ভয়ে- এই বুঝি বড়ই অসময়ে
করলো পাকড়াও এক নির্ভীক নিষ্ঠুর যমে!

 

কি হয় একদিন তুমি গা ঘেঁষে বসলে?
যাবেই তো দিন- যাচ্ছে যেমন…
থাকুক কিছু স্মৃতি
এই যেমনটি এখন তুমি মিষ্টি করে হাসলে!

6

 

কি হয় সুবাসিত ঘরে আলোটুকু নিভালে?
কি এমন হয়-
যদি রাতে দেখি দিনের আলো! তুমি কেন
অর্ধজীবন এইভাবে আড়ালে থেকেই হারালে?

8

Follow for More!

1
4