অর্থহীন কর্ম

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৪

অর্থহীন কর্ম

 

ময়নুল ইসলাম :

 

কি হয় একবার এদিকে মুখ তুলে তাকালে?
কি এমন হয়!
যদি সামনেই থাকো বসে,
অযথা ওভাবে না থেকে আড়ালে?

কি হয় পাশে একটুখানি দাঁড়ালে!
থাকনা পরে হেঁসেলের কাজ,
আমায় সামলে পরে করো ওসব অর্থহীন কর্ম
হাতে ঢের সময় থাকলে!

 

বোলো-কী এমন ক্ষতি?
আজ হতে আর চুলোয় আগুন না জ্বলুক,
মানুষ কী মরে যায়? পেটে
দুটো ডাল-ভাত না জোটে যদি!

 

সময় স্বল্প, বিশ্বাস কি অনিশ্চিত দমে!
পুরো সপ্তাহ জুড়ে-শহরময় ঘুরে ঘুরে,
কাটাই ভয়ে ভয়ে- এই বুঝি বড়ই অসময়ে
করলো পাকড়াও এক নির্ভীক নিষ্ঠুর যমে!

 

কি হয় একদিন তুমি গা ঘেঁষে বসলে?
যাবেই তো দিন- যাচ্ছে যেমন…
থাকুক কিছু স্মৃতি
এই যেমনটি এখন তুমি মিষ্টি করে হাসলে!

 

কি হয় সুবাসিত ঘরে আলোটুকু নিভালে?
কি এমন হয়-
যদি রাতে দেখি দিনের আলো! তুমি কেন
অর্ধজীবন এইভাবে আড়ালে থেকেই হারালে?

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন